Archive FAQ > পরিলেখ

আমার পরিলেখে কি তথ্য থাকে?

ডিফল্ট দ্বারা, আপনার পরিলেখে আপনার সিউডস্এর তালিকা আর আপনি যে তারিখে Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-র সদস্য হয়েছেন তা থাকে। যদিও অন্য কোনো তথ্যের প্রয়োজন নেই, আপনি ইচ্ছা/পছন্দ করলে দিতে পারেন :

Title (শিরোনাম)
এটি আপনি আপনার পরিলেখের যা নামকরণ করতে চান তাই। উদাহরণ আপনার ব্যবহারকারী-নাম বা কোনো ধরনের অজ্ঞাত উদ্ধৃতি।
Location (অবস্থান)
আপনি বর্তমানে যেখানে অবস্থান করছেন সেটা, কোনো ভক্তদুনিয়ার উল্লেখ(উদাহরণ স্বরূপ, হগওয়ার্টস, ইউএসএস এন্টারপ্রাইস এরকম কিছু) বা আপনার পছন্দসই অন্য কিছু দিতে পারেন।
Date of Birth (জন্মতারিখ)
এখানে, আপনি আপনার জন্মের সঠিক/যথাযত তারিখ দিতে পারেন। আপনি যদি আপনার Preferences (পছন্দ)তে "Show my date of birth to other people" (অন্যান্য লোকেদের আমার জন্মতারিখ দেখাও) নির্বাচন করে থাকেন, তাহলে তা আপনার পরিলেখে দেখা যাবে। আপনার গোপনীয়তার সেটিংস বদল করার জন্য আমার পরিলেখে যে যে ব্যক্তিগত তথ্য তালিকাভুক্ত করা আছে তা আমি কিভাবে বদলাবো? দেখুন।
About Me (আমার সম্বন্ধে তথ্য )
আপনি আপনার সম্বন্ধে একটি অনুচ্ছেদ দিতে পারেন উৎসুক ব্যবহারকারীদের জন্য যারা আপনার সম্পর্কে বা আর অন্য কোন কোন জায়গায় আপনাকে অনলাইন পাওয়া যেতে পারে জানতে ইচ্ছুক। আপনার আমার সম্বন্ধে তথ্যে সর্বাধিক ২০০০টি চিহ্ন থাকতে পারে লিমিটেড HTML ফরম্যাটিং সমেত। উপলব্ধ সব ট্যাগ চিহ্নিত করতে দয়া করে AO3তে HTML দেখুন।

খেয়াল রাখবেন যে আপনার পরিলেখ বাকি ওয়েবসাইটটার মতই সমান পরিষেবা প্রদানের নিয়মাবলির অন্তর্গত, দয়া করে অবগত থাকবেন AO3তে কি অনুমোদিত আর কি নয়। আর তথ্য পেতে পরিষেবা প্রদানের নিয়মাবলি এবং পরিষেবা প্রদানের নিয়মাবলি প্রা-জি-প্র দেখুন।

আমি আমার পরিলেখে কিভাবে পরিবর্তন করতে পারি?

আপনার পরিলেখে পরিবর্তন করতে:

  1. লগ ইন করে আপনার ড্যাশবোর্ড যান "Hi (নমস্কার), [ব্যবহারকারীর নাম]!" আর মেনু থেকে "My Dashboard" (আমার ড্যাশবোর্ড) বেছে নিন, বা আপনার পরিলেখের চিত্রটার ওপর ক্লিক করুন।
  2. পাতার একপাশের মেনু বা মোবাইল যন্ত্রের শীর্ষে থাকা "Profile" (পরিলেখ) বাছুন।
  3. পাতার নিম্নাংশ থেকে "Edit My Profile" (আমার পরিলেখে পরিবর্তন) বাছুন।
  4. "Edit My Profile" পত্রে আপনার যা ইচ্ছা তা পরিবর্তন করুন, আর আপনার পরিবর্তন রক্ষা করতে "Update" (হালনাগাদ করুন) বোতাম বাছুন।

আপনি আপনার পরিলেখে কি ধরনের তথ্য অন্তর্ভুক্ত করতে পারেন তার সম্বন্ধে আরো তথ্য পেতে দয়া করে আমার পরিলেখে কি কি তথ্য দেওয়া আছে? দেখুন।

“আমার পরিলেখে পরিবর্তন” পত্রের উপরাংশের বোতামগুলোর থেকে, আপনি:

  • আপনার ডিফল্ট ছদ্মনাম আর চিত্র পরিবর্তন করতে পারেন।
  • আপনার ব্যবহারকারী-নাম বদলাতে পারেন।
  • আপনার পাসওয়ার্ড বদলাতে পারেন।
  • আপনার Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-এর অ্যাকাউন্টের সাথে যুক্ত ই-মেল অ্যাড্রেস বদলাতে পারেন।

ছদ্মনাম সম্বন্ধে আরো তথ্য জানতে, দয়া করে ছদ্মনাম প্রা-জি-প্র দেখুন। আপনার ব্যবহারকারী-নাম, পাসওয়ার্ড, বা ই-মাল অ্যাড্রেস বদলানোর প্রক্রিয়া সম্বন্ধে তথ্য পেতে, অ্যাকাউন্ট প্রা-জি-প্র দেখুন।

আমার পরিলেখে থাকা তথ্য কারা দেখতে পাবে?

আপনি আপনার পরিলেখে স্বেচ্ছায় যে তথ্যগুলো দিয়েছেন তা যে কেউ দেখতে পারে,তা তার Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-য় অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক। অবশ্য, আপনার ছদ্মনাম আর আপনি যে তারিখে সদস্য হয়েছেন শুধুমাত্র সেগুলোই ডিফল্ট দ্বারা অন্তর্ভুক্ত হয়। ওটাতে কত তথ্য দেবেন সেই সিদ্ধান্ত আপনিই নিতে পারেন। আপনার অপশনগুলো সম্পর্কে আরো তথ্য পেতে, আমার পরিলেখে কি কি তথ্য আছে?দেখুন।

চিত্র কি?

চিত্র একটি ১০০ বাই ১০০ পিক্সেলের ছবি যা Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)তে আপনাকে প্রতিনিদিত্ব করতে সাহায্য করে। এটা আপনার Dashboard (ড্যাশবোর্ড), Profile (পরিলেখ), and Pseuds (ছদ্মনাম) পাতাগুলোতে, People Search (মানুষ খুঁজুন)এর ফলাফলে আপনার সম্বন্ধীয় লেখাটায়, আর আপনার করে জাওয়া কোনো মন্তব্যের পাশে দেখা যায়। স্ক্রীন রিডার থাকা ব্যবহারকারীদের সাহায্য করার জন্য বা কোনো কারণে চিত্রটা লোড না হলে, "Alternative text" (বিকল্প পাঠ্য) অংশে আপনার চিত্র সম্বন্ধে একটা ছোটো বিবরণ রাখার কথা ভাবতে পারেন।

আমার কটা চিত্র থাকতে পারে?

আপনি আপনার প্রতিটি ছদ্মনাম-এর জন্য একটি চিত্র আপলোড করতে পারেন। এটা করার নির্দেশিকা পেতে আমি আমার চিত্র কিভাবে আপলোড করব বা বদলাব? দেখুন।

চিত্রের উপর কি সীমাবদ্ধতা আছে?

চিত্র আপলোড করার সময়ে কিছু সীমাবদ্ধতার কথা আপনার মনে রাখা উচিত।

মাত্রা:
চিত্রগুলো আয়েতনে ১০০ বাই ১০০ পিক্সেল হতে হবে। আপনি তার চেয়ে বড় বা ছোটো ছবি আপলোড করতেই পারেন, কিন্তু খেয়াল রাখবেন যে সেগুলোকে ১০০ বাই ১০০ তে রিসাইজ করা হবে।
আয়তন:
চিত্রএর ফাইলের আয়তন ৫১২ কিলোবাইটের কম হতে হবে।
ফরম্যাট:
ছবিগুলো jpeg, png, bmp, বা gif ফরম্যাটে থাকা উচিত।
বিষয়বস্তু:
আমাদের পরিষেবা পদানের নিয়মাবলি বলে যে সেগুলোর “গোপ্নাঙ্গের নগ্নতা বা যৌনক্রিয়া বোঝানো চলবে না”। পরিষেবা প্রদানের নিয়মাবলি এবং পরিষেবা প্রদানের নিয়মাবলি প্র-জি-প্রএর ব্যবহারকারীর চিত্র অংশ দেখুন।
সংখ্যা:
আপনি ছদ্মনাম প্রতি একটা চিত্র আপলোড করতে পারেন। ছদ্মনাম বা তা কিভাবে বাড়াতে বা পরিবর্তন করতে হয় তার সম্পর্কে আরো তথ্য পেতে ছদ্মনাম প্র-জি-প্র দেখুন।
কপিরাইট:
চিত্রগুলো আমাদের কপিরাইট নিতীর আওতায় পড়ে। আরো তথ্যের জন্য আমাদের পরিষেবা প্রদানের নিয়মাবলির কপিরাইট এবং ট্রেডমার্কঅংশ দেখুন।

আমি আমার চিত্র কিভাবে আপলোড করতে বা বদলাতে পারি?

যে কোনো ছদ্মনামের চিত্র আপলোড করতে বা বদলাতে:

  1. লগ ইন করার পর "Hi (নমস্কার), [ব্যবহারকারীর নাম]!" নির্বাচন করে মেনু থেকে "My Dashboard" (আমার ড্যাশবোর্ড) বেছে বা আপনার পরিলেখ চিত্র নির্বাচন করে আপনার ড্যাশবোর্ডে যান।
  2. পাতার পাশের মেনুটা থেকে বা মোবাইল যন্ত্রের ক্ষেত্রে পাতার উপরাংশে প্রাপ্ত মেনু থেকে "Profile" (পরিলেখ) নির্বাচন করুন।
  3. পাতার নিম্নাংশ থেকে"Manage My Pseuds" (আমার ছদ্মনাম সামলানো) নির্বাচন করুন।
  4. যে ছদ্মনামটার চিত্র আপনি আপলোড করতে বা বদলাতে চান তা নির্দিষ্ট করে "Edit" (পরিবর্তন) বোতাম নির্বাচন করুন। ছদ্মনাম তৈরী করতে সাহায্যের প্রয়োগন হলে আমি কিভাবে নতুন ছদ্মনাম যোগ করতে পারি? দেখুন।
  5. "Upload a new icon:" (নতুন চিত্র আপলোড করুন) অংশে যান এবং "Choose File" (ফাইল পছন্দ করুন:) নির্বাচন করুন।
  6. ডায়ালগ বাক্সে আপনার কম্পিউটারে পছন্দসই চিত্র নির্দিষ্ট করে নির্বাচন করুন। খেয়াল রাখবেন যে চিত্রটাকে আপনার কম্পিউটারে থাকতেই হবে; আপনি অন্য কোথাও আধারিত চিত্র আপলোড বা সংযোগ করতে পারবেন না।
  7. "Icon alt text:" (চিত্র সম্বন্ধীয় বিকল্প পাঠ্য:)-এ আপনি চাইলে বিবরণ দিতে পারেন। বিকল্প পাঠ্যের উদ্দেশ্য হল একটি ছবিটার একটা লিখিত বিকল্প প্রদান করা, যেটা ছবিটা দেখা না গেলে বা স্ক্রীন রিডার ব্যবহারকারীদের তার বিষয়বস্তু বোঝাবে। চিত্র সম্বন্ধীয় বিকল্প পাঠ্য ২৫০ ক্যারেক্টারের মধ্যে সীমাবদ্ধ।
  8. আপনি চাইলে "Icon comment text" (চিত্রের উপর মন্তব্য পাঠ্য) অংশে ৫০ ক্যারেক্টারের মধ্যে কোনো বিশেষণ বা অন্য কোনো মন্তব্য যোগ করুন। বর্তমানে, এই অংশে থাকা কোনো কিছু ওয়েবসাইটে দেখা যায় না।
  9. পত্রের নিম্নাংশ থেকে "Update" (হালনাগাদ করুন) নির্বাচন করুন।

এবার আপনার ব্যবহারকারী নামের পাশের বাক্সে নতুন চিত্রটা এসে যাওয়ার কথা।

আপনি কি আপলোড করতে পারেন আর কি পারেন না সে সম্বন্ধে তথ্যের জন্য চিত্রের উপর কি সীমাবদ্ধতা আছে?দেখুন।

আমি আমার চিত্রটাকে কিভাবে মুছবো?

আপনার ছদ্মনামের জন্য চিত্র মুছতে:

  1. লগ ইন করার পর "Hi (নমস্কার), [ব্যবহারকারীর নাম]!" নির্বাচন করে মেনু থেকে "My Dashboard" (আমার ড্যাশবোর্ড) বেছে বা আপনার পরিলেখ চিত্র নির্বাচন করে আপনার ড্যাশবোর্ডে যান।
  2. পাতার পাশের মেনুটা থেকে বা মোবাইল যন্ত্রের ক্ষেত্রে পাতার উপরাংশে প্রাপ্ত মেনু থেকে "Profile" (পরিলেখ) নির্বাচন করুন।
  3. পাতার নিম্নাংশ থেকে"Manage My Pseuds" (আমার ছদ্মনাম সামলানো) নির্বাচন করুন।
  4. যে ছদ্মনামটার চিত্র আপনি মুছতে চান তা নির্দিষ্ট করে "Edit" (পরিবর্তন) নির্বাচন করুন।
  5. "Icon" (চিত্র) লেখা অংশে যান আর "Delete your icon and revert to our default" (আপনার চিত্র মুছুন আর আমাদের ডিফল্টে ফেরত যান) চেকবক্স নির্বাচন করুন।
  6. আপনি নিশ্চিত হলে পত্রের নিম্নাংশ থেকে "Update" (হালনাগাদ করুন) নির্বাচন করুন। আপনার চিত্র আমাদের ডিফল্ট:Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-র লোগোর একটি সাদাকালো সংস্করনে ফেরত যাবে।

আমার প্রশ্নের উত্তর এখানে না পেলে কোথায় আরো তথ্য পেতে পারি?

Archive of Our Own-AO3(আমাদের নিজস্ব সংগ্রহশালা) সম্বন্ধে কিছু ঘনঘন জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর AO3 ঘজিপ্র--র অন্য অংশে দেওয়া আছে এবং কিছু সাধারণ পরিভাষার সংজ্ঞা শব্দকোষ এ দেওয়া আছে । পরিষেবা প্রাপ্তির নিয়ম সংক্রান্ত প্রশ্নোত্তর পাবেন পরিষেবা প্রাপ্তির নিয়ম ঘজিপ্র তে। ইচ্ছা করলে আমাদের জানা সমস্যাও আপনি দেখতে পারেন। আপনার যদি আরো সাহায্য দরকার হয় তাহলে দয়া করে সাহায্যের আবেদন জমা দিন