Post Header
(রূপান্তরাত্মক কর্মের সংস্থা)র জন্য ২০১৮ আরেকটা কর্মব্যস্ত এবংফলদায়ক বছর ছিল। আমরা সংস্থাটির আর্থিক নীতি এবং মেনে চলায় দক্ষতা বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছি। আমরা আমাদের আর্থিক হিসেবপত্রের একেবারে প্রথম অডিট শুরু করেছি, যা ২০১৮'র শুরুর দিকে শেষ হয়েছে। আপনি আমাদের ২০১৫ এবং ২০১৬'র অডিট করা হিসেবপত্র the OTW Finance pageতে দেখতে পারেন। আমরা এখন আমাদের ২০১৭'র হিসেবপত্রের অডিটের জন্য তৈরি হচ্ছি, যেটা আর কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হওয়া উচিত।
আর দেরি না করে, এখানে আমাদের ২০১৮'র সালের বাজেট দেওয়া হল(আরো বিস্তারিত তথ্যাদির জন্য বাজেট স্প্রেডশীট ডাউনলোড করুন):
২০১৮'র খরচ
AO3
- এ বছর, ফেব্রুয়ারী ২৮, ২০১৮ অবধি মোট মার্কিন $২,৬৬,০৩২.০৭ এর মধ্যে মার্কিন $ ১৩,৩৩৪.০২ খরচ হয়েছে।
- OTW'র ৭৫.১% খরচ AO3 রক্ষণাবেক্ষণে হয়। এর মধ্যে ধরা আছে আমাদের সার্ভারের জন্যে খরচের বেশিরভাগটা- নতুন কেনা আর চলতে থাকা বিন্যাস ও রক্ষণাবেক্ষণ দুই-ই - ওয়েব্সাইটের কর্মক্ষমতা পর্যবেক্ষণের সরঞ্জাম আর নানাবিধ সিস্টেম-সম্বন্ধীয় লাইসেন্স ( প্রকল্পের সব খরচ দেখুন)।
- এ বছর AO3'র অভিক্ষিপ্ত খরচের মধ্যে ঠিকাদারের খরচ হিসেবে ১,০০,০০০ মার্কিন ডলার অন্তর্ভুক্ত। আমরা AO3'র রেল্স এবং ইলাস্টিক্স-সার্চ উন্নতকরণের উপরে আমাদের ঠিকাদারের কাজ নিয়ে বেশ খুশি এবং তাদের সঙ্গে আরও কিছু কাজ করার জন্য উদ্গ্রীব হয়ে আছি।
- ঠিকাদারি খরচের সাথেই, AO3'র খরচের মধ্যে মোট ৯৬,০০০ মার্কিন ডলারের মতো ধরা আছে গুরুত্বপূর্ণ সার্ভারের খোলনলচে পাল্টানোর জন্য। এই বদল AO3'র কর্ম, মন্তব্য, আর অন্যান্য কাজের জন্য নতুন ডেটাবেস সার্ভার, এবং তার সঙ্গেই সেগুলোর থাকার জন্য একটা নতুন সার্ভার র্যাককে কেন্দ্রবিন্দু করে হবে। নতুন সার্ভারগুলোর জন্য আমাদের কোলোকেশনের(সংস্থাপনের) খরচও বাড়ার কথা, পাশাপাশি, পুরোনো যন্ত্রগুলোকে পূনর্ব্যবহার-যোগ্য করে AO3'র পাতা তৈরি করে ব্যবহারকারীদের পরিবেশন করতে কাজে লাগানো হবে।
ফ্যান্লোর
- ফেব্রুয়ারী ২৮, ২০১৮ অবধি, এ বছর মোট মার্কিন $৪,৮৯৭.৯৭ এর মধ্যে মার্কিন $২৫৭.৮৮ খরচ হয়েছে।
- ফ্যান্লোর-এর খরচের বেশিরভাগটাই বরাদ্দ সার্ভার কেনা, রক্ষণাবেক্ষণ ও বিন্যাসে, যার সাথেই যুক্ত সমস্ত সম্বন্ধিত লাইসেন্স আর ফ্যান্লোর ওয়েব ডোমেন (প্রকল্পের সব খরচ দেখুন)।
Transformative Works and Cultures – TWC (রূপান্তরাত্মক কর্ম ও সংস্কৃতি)
- এ বছর , ফেব্রুয়ারী ২৮, ২০১৮ অবধি, মোট মার্কিন$2,২৯৯৩.৯৯'র মধ্যে মার্কিন$৪১৮.৮১ খরচ হয়েছে।
- TWC'র খরচগুলো হল ওটার সার্ভারের জন্য বরাদ্দ খরচ এবং পত্রিকা প্রকাশ ও সংরক্ষণের খরচ (প্রকল্পের সব খরচ দেখুন।.
Open Doors (খোলা দরজা)
- এ বছর, ফেব্রুয়ারী ২৮, ২০১৮ অবধি, মোট US$১,২৫৭.১১'র মধ্যে মার্কিন$৯৪.১৬ খরচ হয়েছে।
- খোলা দরজা'র এ বছরের খরচগুলো হল আমদানি করা সংরক্ষণাগারগুলোর আধার হওয়ার(হোস্টিং), সংরক্ষণ করার (ব্যাকআপ) এবং ডোম্যেন-এর খরচ (প্রকল্পের সব খরচ দেখুন)।
Legal Advocacy (আইনি সাহায্য)
- এ বছর, ফেব্রুয়ারী ২৮, ২০১৮ অবধি, মোট US$৫০০০.০০'র মধ্যে মার্কিন$১৫০০.০০ খরচ হয়েছে।
- আইনি সাহায্য-র খরচগুলো হল দাখিল করার খরচ আর সম্মেলনে গমন করার খরচ। অন্য কেউ AO3'র সঙ্গে ভীষণ মিল এমন একটা ডোম্যান অ্যাড্রেস রেজিস্টার করায় একটি WIPO ডিস্পিউট ফি দাখিল করতে জানুয়ারী মাসে ১৫০০ মার্কিন ডলার খরচ হয়। (প্রকল্পের সব খরচ দেখুন)।
অর্থসংগ্রহ
- এ বছর, ফেব্রুয়ারী ২৮, ২০১৮ অবধি, মোট US$২৬,১৩৫.০০'র মধ্যে মার্কিন$১,৭৫১.৪৬ খরচ হয়েছে।
- আমাদের অর্থসংগ্রহের খরচে ধরা আছে প্রতিটি দানের জন্য তৃতীয়-পক্ষ প্রদত্ত-অর্থ প্রসেসর্ দ্বারা নেওয়া লেনদেনের মূল্য; ধন্যবাদজ্ঞাপক উপহার কেনা ও পাঠানো; আর OTW'র সদস্যপদের ডাটাবেস্ ধরে রাখতে ও দাতা এবং সম্ভাব্য দাতাদের সাথে যোগাযোগ অনুসরণ করতে ব্যবহৃত যন্ত্র (অর্থসংগ্রহ-এর সব খরচ দেখুন)।
প্রশাসন
- এ বছর, ফেব্রুয়ারী ২৮, ২০১৮ অবধি, মোট US$৪৭,৮২৩.৪০'র মধ্যে মার্কিন$২,০২৩.৫৯ খরচ হয়েছে।
- OTW'র প্রশাসনিক খরচের মধ্যে ধরা আছে আমাদের ওয়েবসাইটের আধার হওয়া , ট্রেডমার্কগুলো, ডোমেনগুলো, বিমা, কর দাখিল, ও তার সঙ্গেই প্রকল্প সামলানো, যোগাযোগ এবং হিসেবরক্ষণের যন্ত্র (সব প্রশাসনিক খরচ দেখুন)।
২০১৮'র আয়
- OTW সম্পূর্ণভাবেআপনার দানেরউপর নির্ভরশীল—আপনার ঔদার্যের জন্য আপনাকে ধন্যবাদ!
- প্রতি বছর আমরা এপ্রিল ও অক্টোবারের অর্থসংগ্রহ অভিযান থেকে আমাদের বেশিরভাগ দান গ্রহণ করি, যা একসাথে আমাদের ২০১৮'র মোট আয়ের ৭৯%-র মত হওয়া উচিত। আমরা কর্মদাতাদের সম-মূল্যদান প্রকল্প, অ্যামাজন স্মাইল এবং পেপ্যাল গিভিং ফান্ড, যা হাম্বেল বান্ডেল-এর মতো প্রকল্পের থেকে দান বিতরণ করে, এগুলোর থেকেও দান গ্রহণ করি। আপনি ওই ওয়েবসাইটগুলি থেকে কেনাকাটা করার সময় আমাদের সহায়তা করতে চাইলে, দয়া করে আপনার পছন্দের দাতব্য হিসেবে "Organization for Transformative Works"কে বাছুন!
- আপনাদের বিগত কয়েক বছরের দাক্ষিণ্যের জন্য আমাদের কাছে বেশ ভালো একটা মূল্য ভবিষ্যতের কোনো অসময়ের জন্য জমিয়ে রাখা আছে। এটার কল্যাণে আমরা আপনাদের দানের পরিপূরক হওয়ার জন্য বিকল্প আয়ের উৎসসন্ধান করতেই পারি। তা শুরু করার জন্য, অর্থ বিভাগ এবং OTW'র নির্দেশকমণ্ডলী একটি রক্ষণশীল বিনিয়োগের পোর্টফলিও ঠিক করেছে, যেটার ফলে আসল বিনিয়োগটা কোনো ঝুঁকির সম্মুখিন হবে না। এই কাজটা অনেকদিন ধরেই বাকি আছে, আর আমাদের জমানো অর্থের বিনিয়োগ এবং ব্যবহার সম্পর্কে একটা কার্যকরী পরিকল্পনা তৈরি হওয়াতে আমরা খুশি।
- জমানো অর্থ আমাদের সেই বছরগুলোতেও সাহায্য করবে যেই বছরগুলোয় আমরা সাধারণত যা হয়ে থাকে তার থেকে বেশি কেনাকাটা করার পরিকল্পনা করেছি। যেরকম আগে বলা হয়েছে, আসন্ন কয়েক মাসের ভিতরে আমাদের পুরোনো সার্ভারের হার্ডওয়্যার বদলানোর পরিকল্পনা আছে, যা আমাদের এই বছরের খরচকে বেশ খানিকটা বাড়িয়ে দেয়। আমাদের এই বছরের বর্তমানের অভিক্ষিপ্ত ব্যয় ২০১৮'র আনুমানিক আয়ের থেকে ৩০,০০০ মার্কিন ডলারের মতো বেশি। বাকি মূল্যটা প্রয়োজনের ভিত্তিতে বছর জুড়ে যখনই দরকার পড়বে তখনই জমানো অর্থ থেকে তুলে নেওয়া যাবে।
- এখনো অবধি(ফেব্রুয়ারী ২৮, ২০১৮ পর্যন্ত) মার্কিন$১২,৬৬৮.৫৪ এবং মার্কিন$৩,১৫,৬৩১.৪৬ অভিক্ষিপ্ত এই বছরের শেষ পর্যন্ত।
প্রশ্ন আছে?
যদি আপনার বাজেট বা OTW'র আর্থিক অবস্থা নিয়ে কোনো প্রশ্ন থাকে, দয়া করে অর্থ সমিতির সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনার কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দেওয়ার জন্য একটা প্রকাশ্য চ্যাটের ব্যবস্থা করব। এই চ্যাটটা অবশ্য, সম্পূর্ণটাই ইংরাজিতে হবে। এই সংবাদ প্রকাশনাটার ইংরাজী সংস্করণে ওটা কখন হবে এবং কিভাবে চ্যাটটায় অংশগ্রহণ করা যাবে সে সম্বন্ধে আরো তথ্য আছে।
OTW'র ২০১৮'র বাজেট্ স্প্রেডশীট আকারে ডাউন্লোড করতে, এই সংযোগটা অনুসরণ করুন।
OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, "খোলা দরজা", TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।
