AO3 News

Post Header

Published:
2018-04-21 16:10:20 UTC
Original:
Show Off with New OTW Thank-You Gifts!
Tags:

রূপান্তরাত্মক কর্মের সংস্থা-র সদস্যসংগ্রহ অভিযান, ১৯-২৩শে এপ্রিল, ২০১৮

দেখে নিন: এই মাসে OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) একেবারে নতুন কিছু প্রকল্পের থিমে তৈরি সামগ্রী আনছে, যা আপনি আজ দান করলে পাওয়া যাবে!

রূপান্তরাত্মক কর্মের প্রতি আপনার ভাললাগা প্রকাশ্যে আনুন! OTW’র কোনো প্রকল্পের লোগো আঁকা একটা এলইডি ফ্ল্যাশলাইট দেওয়া চাবির রিং পান আর নিম্নলখিত কোনো একটার জন্য আপনার সমর্থন ব্যক্ত করুন:

  • Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা), যা রূপান্তরাত্মক ভক্তকর্ম, যেমন ভক্তসাহিত্য, ভক্তচিত্র, ভক্তচলচ্চিত্র এবং শ্রুতিসাহিত্যের একটি আধার
  • ফ্যানলোর, একটি উইকি-ভিত্তিক সম্প্রদায়ের প্রকল্প যা ভক্ত ইতিহাস সংরক্ষণ করে
  • ফ্যানহ্যাকারস্, ভক্তদুনিয়ার উপর গবেষণা আরো সহজলভ্য করতে সাহায্য করার জন্য তৈরি একটা ব্লগ
  • Legal Advocacy (আইনি সহায়তা), একটা কর্মনিষ্ঠ আইনি বিভাগ যেটা ভক্তকর্ম রক্ষা করতে এবং সেগুলো তৈরি করা ভক্তদের অধিকার সুরক্ষিত রাখতে কাজ করে
  • Open Doors ("খোলা দরজা"), একটি প্রকল্প যা বিপদগ্রস্ত বিষয়বস্তু AO3তে আমদানি করে বা এমনকী আসল কায়িক সামগ্রী উদ্ধার করে ভক্তদের স্বর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করে
  • Transformative Works and Cultures – TWC (রূপান্তরাত্মক কর্ম ও সংস্কৃতি), একটি আন্তর্জাতিক, সমকক্ষ ব্যক্তি দ্বারা পরীক্ষিত, সকলের কাছে সহজলভ্য কেতাবি গবেষণাপত্র যা ভক্ত-বিদ্যা বিষয়ে পান্ডিত্য বাড়ানোর চেষ্টায় নিয়োজিত

মাত্র একটা বেছে উঠতে পারছেন না? আপনি আমাদের এই সবগুলো প্রকল্প এবং OTW’র লোগোর ছবি আঁকা একেবারে নতুন স্টিকারের একটা সমষ্টিও পেতে পারেন! আমাদের সব ধন্যবাদজ্ঞাপক উপহারের মতোই, আপনি যে আপনার প্রিয় জিনিসটার জন্য পয়সা জমাতে যেকোনো সময়ে একটা আবর্তক(রেকারিং) দান ব্যবস্থা চালু করতে পারেন তা ভুলবেন না কিন্তু।

রূপান্তরাত্মক কর্মের সংস্থা, ফ্যানলোর, ফ্যানহ্যাকারস্, আইনি সহায়তা,

এই প্রকল্পগুলোর কোনো কাজই আপনাকে ছাড়া সম্ভবপর হত না। আজই OTW’কে সাহায্য করুন!

OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, "খোলা দরজা", TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন