AO3 News

Post Header

Published:
2018-04-24 00:09:59 UTC
Original:
You've Helped Make A Difference!
Tags:

রূপান্তরাত্মক কর্মের সংস্থা-র সদস্যসংগ্রহ অভিযান, ১৯-২৩শে এপ্রিল, ২০১৮

আমাদের এপ্রিল মাসের দান-সংগ্রহ অভিযান শেষের সময়ে, OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-য় থাকা আমরা আবার আপনাদের সহায়তায় অভিভূত। আপনাদের মুক্তহস্তে দান, যা ৮০-র বেশি দেশ থেকে ৪৬০০-র বেশি দাতার প্রতিনিধিত্ব করছে, আমাদের গত কয়েক দিনে মার্কিন $১২৫,০০০-এর বেশি তুলতে সাহায্য করেছে, যা আমাদের মার্কিন $ ১,০০,০০০-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে!

আমরা আশা করি যে এই অভিযানের সময়ে আপনি আপনার দান কিভাবে বদল ঘটাতে পারে তার একাধিক উপায় সম্বন্ধে আরো বেশি শিখেছেন। আমাদের সবকটা প্রকল্পই সাফল্যমণ্ডিত হতে আপনার অব্যাহত সহায়তার উপর নির্ভরশীল, সুতরাং আপনাকে ধন্যবাদ।

ভুলবেন না যেন, অভিযানটা যদিও শেষ হয়ে গেছে, তবুও আপনি এখনো OTWকে সাহায্য করতে পারেন। আমরা সারা বছরই দান গ্রহণ করি!

OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, "খোলা দরজা", TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন