AO3 News

Post Header

Published:
2021-04-01 10:54:18 UTC
Original:
An update on blocking and muting features
Tags:

নির্দিষ্ট কিছু Archive of Our Own (আমাদের নিজস্ব সংগ্রহশালা) ব্যবহারকারীদের আপনাদের সাথে যোগাযোগ করা বন্ধ করার, বা তাদের মিউট করার ক্ষমতা দেওয়ার জন্য আমরা প্রায়শই অনুরোধ পেয়ে থাকি। এটার পরিকল্পনা আমরা অনেকদিন ধরেই করছি। গত কয়েক মাসে আমরা সক্রিয়ভাবে এই বৈশিষ্ট্য তৈরি করছি। তাই আমরা আপনাদের সেই কাজ কিরকম ভাবে এগোচ্ছে সেই বিষয়ে জানাতে চাই।

ব্লক বনাম মিউট

আমরা সাহায্য বিভাগ, এবং অপব্যবহার নিবারণ সমিতির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছি, কারণ তারা আপনাদের সাথে সরাসরি যুক্ত থাকে। তারাই আমাদের আপনাদের প্রতিক্রিয়া, মতামত ও অনুরোধ সম্বন্ধে ওয়াকিবহাল করে। এই দেখেই আমরা বিচার করি কিভাবে আমরা বেশিরভাগ ব্যবহারকারীর ইচ্ছে পূরণ করতে পারি, যাতে তাদের AO3'র অভিজ্ঞতা সুরক্ষিত ও আরও আনন্দপূর্ণ হতে পারে — এবং আরও নতুন সমস্যা তৈরি না হয়।

অনেক আলোচনার পর, আমরা এই নতুন কার্যকারিতার দুটি ভাগ করেছি:

  • ব্লক: কিছু নির্দিষ্ট ব্যবহারকারীকে আপনার সাথে যোগাযোগ না করতে দেওয়া
  • মিউট: কিছু ব্যবহারকারীর তৈরি কাজ আপনার ব্যক্তিগত AO3 অভিজ্ঞতা থেকে সরিয়ে দেওয়া

এইভাবে, আমরা আপনাদের নিজেদের অভিজ্ঞতা সাজিয়ে সুন্দর করে তুলছি, আর অযথা হয়রানির থেকেও সুরক্ষিত থাকার সুবন্দোবস্ত করে রাখছি, এমনভাবে যাতে মৌলিক কর্ম তৈরি করতে কোনো অসুবিধা তৈরি না হয়। উদাহরণস্বরূপ, ধরুন আপনি এমন একজন ব্যবহারকারীকে মিউট করতে চান যিনি আপনার অপছন্দের একটা জুড়ি নিয়ে প্রচুর গল্প লেখেন, কিন্তু তিনি আপনার কাজে কিছু কমেন্ট করতে চাইলে তাতে আপনার আপত্তি নেই। ব্লক আর মিউট দুটো আলাদা করে দিয়ে, আমরা আপাতত কিছু ব্যবহারকারীর ইচ্ছার উপর কেন্দ্রীভূত বিকল্পও রাখতে পারবো, যতদিন আমরা এদিক থেকে বাকি কার্যকারিতা ঠিক করছি।

অবশ্য, একটি নকশা চূড়ান্ত করার আগে আমাদের আরও অনেক দিক বিবেচনা করতে হবে। তারপর আমরা একটি ডকুমেন্ট করে এই সকল বৈশিষ্ট্যর কার্যকারিতা এবং বর্তমান AO3 ওয়েবসাইটের বিভিন্ন বৈশিষ্টের সাথে কিভাবে কাজ করবে সেটা বিস্তারিতভাবে বর্ণনা করব। এই বদলটা অনেক বড়, তাই দুটি ফিচারেরই কিছু ভাল-মন্দ আছে। সেই সকল সমস্যার সমাধান না হলে আমরা এগিয়ে যেতে পারব না।

আলোচনায় আমাদের অনেক ছোট ছোট খুঁটিনাটি দেখতে হবে -- যেমন, “সার্চ লিস্টে যদি মিউট করা কাজ থাকে, তাহলে কি ওপরে দেখানো সংখ্যাটাও পাল্টাতে হবে? ফিল্টারে দেওয়া সংখ্যাগুলোর কি হবে তাহলে?” -- এবং কিছু গুরুত্বপূর্ণ বিবেচনাও, যেমন, “কোনও প্রতিযোগিতায় যদি একাধিক পরিচালক(মডারেটর) থাকেন, এবং প্রত্যেকের নিজস্ব ব্লক ও মিউট করা কিছু অ্যাকাউন্ট থাকে, তখন কি হবে?”

কোড লিখতে শুরু করার পরেও এমন কিছু যান্ত্রিক অসুবিধা দেখা দিতে পারে, যা পরিকল্পনার সময় বোঝা যায়নি। এর ফলে পরিকল্পনায় বড়সড় বদল করতেও হতে পারে। সব মিলিয়ে, আমরা এই বৈশিষ্ট্যগুলোর কথা তখনই ঘোষণা করতে পারবো যখন সব কাজ প্রায় শেষ, যদিও আমরা জানি এই সিদ্ধান্ত আপনাদের মধ্যে যারা এই বৈশিষ্ট্যের জন্য আগ্রহ-সহকারে অপেক্ষা করছিলেন তাঁদের পক্ষে বেশ হতাশাজনক।

টাকা বনাম সময়

OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)’র কাছে কোনও সংস্থাকে দিয়ে কোডিং এর এই কাজ করানোর মতন টাকা রয়েছে (আপনাদের উদারহস্তে দানের জন্যই!)। কিন্তু কাজটা ঠিক করে করাতে, আমাদের আগে তাঁদের বোঝাতে হবে আমরা কি চাই। কারণ এই ওয়েবসাইটের সকল জটিল বৈশিষ্ট্য যেমন, সংকলন ও প্রতিযোগিতা, সম্বন্ধে আমরাই বেশি ভালো জানি, এবং আমাদের ব্যবহারকারিরা ওয়েবসাইটটা কিভাবে ব্যাবহার করেন, ও কী ধরণের অসুবিধের সম্মুখীন হন তার সম্যক ধারণা আমাদেরই আছে।

এই বিষয়টাই এর মত যেকোনো বড় প্রকল্পের সবচেয়ে জটিল অংশ, এবং বাইরের কোনও সংস্থাকে কাজটা দিলে তার চূড়ান্ত ফলাফলে অসুবিধে ও গোলযোগ কমার চেয়ে বাড়ার ঝুঁকি বড্ড বেশি হয়ে যায়।

তাছাড়াও, এই আলোচনায় যারা মুখ্য ব্যাক্তি - যাদের AO3’র অভ্যন্তরীণ যান্ত্রিক কার্যকলাপের খুঁটিনাটি সম্পর্কে ধারণা আছে, এবং যারা ব্যবহারকারিদের মতামত সম্পর্কেও জানেন, তাঁরা সকলেই AO3’র নিয়মিত রক্ষণাবেক্ষণে যুক্ত। তাঁরাই যান্ত্রিক গোলযোগ সারান, কোড আপডেট করেন, এবং সাহায্য বিভাগ আর অপব্যাবহার নিবারণ সমিতিও সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করেন।

এই সমস্ত কাজই স্বেচ্ছাসেবীরা করেন, এবং কখনও কখনও সাইটটা কর্মক্ষম রাখতে তাঁদের অন্যান্য দায়িত্বকে অগ্রাধিকার দিতে হয়। ফলে, সব বড় বা মাঝারি আকারের প্রকল্পেরই প্রাথমিক ভাবনা থেকে বাস্তবায়িত হয়ে আপনাদের কাছে পৌঁছাতে অনেক সময় লেগে যায়।

ইতিমধ্যে...

সমন্বিত, সহজে ব্যবহারযোগ্য ব্লক এবং মিউট করার উপায় আসতে এখনও বেশ দেরি আছে। কিন্তু আমাদের অনুমোদনহীন ব্রাউজার যন্ত্র ঘ-জি-প্র কিছু তৃতীয় পক্ষের স্ক্রিপ্ট যা আপনাকে অবাঞ্ছিত বিষয় বাদ দিতে দেয়। আপনার AO3 অভিজ্ঞতার ওপর আপনাকে আরো বেশি নিয়ন্ত্রণ দিতে আমরা আরো কিছু দরকারী বদল করার কাজ করছি।

আগের বছরে, আমরা আপনার কর্মে কমেন্ট বন্ধ করা বা বিশেষ কমেন্ট থ্রেড বন্ধ করা উপায় যোগ করেছি। আমরা আপনাকে উপহার পাওয়া বা সংগ্রহের নিমন্ত্রণ পাওয়া থেকে বিরত থাকার অনুমতি দেওয়ার জন্য কিছু বদলের উপর কাজ করছি। এগুলো ঠিক কর্মে আপনাকে সহ-স্রষ্টা হিসেবে তালিকাভুক্ত করার ক্ষমতা নিয়ন্ত্রণ করার মতো কাজ করে। (বেশিরভাগ বদলের মতোই, এই বদলগুলো প্রকাশনার জন্য তৈরি হলে তাদের সম্বন্ধে আরো তথ্য সমেত একক খবর প্রকাশ করা হবে |)

AO3'র স্কিন ব্যবস্থাপনায় নিজের থেকে কিছু বিশেষ কর্ম লুকোনো সব সময়েই সম্ভব ছিল। কিছুদিন হলো আমরা কোনো বিশেষ স্রষ্টার সব কর্ম লুকোনো ও সম্ভবপর করে তুলেছি। এটা করতে সাইটস্কিন তৈরি করুন এবং নিচের সি এস এস - টা ব্যবহার করুন ।

একাধিক জিনিস লুকাতে, আপনি সিলেক্তারগুলো কমার দ্বারা আলাদা করতে পারেন : .work-000, .work-149319, .user-000 { display: none !important; }

  • বিশেষ কোনো কর্ম লুকাতে ব্যবহার .work-000 { display: none !important; } করুন। 000 এর জায়গায় আপনি যে কর্মটা লুকাবেন তার আই ডি দিয়ে দেবেন। কর্মের আই ডি হলো একগাদা নম্বর যা কর্মের ইউ আর এল এ পাওয়া যায়। আই ডি /works/ এর একেবারে পরেই আসে। উদাহরণস্বরূপ, https://ao3.org/works/000/chapters/123
  • কোনো বিশেষ স্রষ্টার সকল কর্ম লুকাতে, .user-000 { display: none !important; }। যে ব্যবহারকারীর কর্ম লুকাবেন তার আই ডি 000 দিয়ে বদলে দিন। একজন ব্যবহারকারীর আই ডি হলো “My user ID is” (আমার ব্যবহারকারী আই ডি হলো) অংশে থাকা তার প্রোফাইলে একগুচ্ছ নম্বর। ব্যবহারকারী নাম বদলালেও তার আই ডি বদলায় না।

এখনো অব্দি, এই উপায়গুলো কর্মের তালিকা আর কর্ম খোঁজার তালিকাতেই কাজ করে, বুকমার্ক এ কাজ করে না। কিন্তু আমরা এইগুলো বুকমার্ক এও যাতে কাজ করে সেই ব্যবস্থা করছি। সেটা হলে আমরা এটার জন্য আরো তথ্য - সম্পন্ন টিউটোরিয়াল প্রকাশ করবো। (খেয়াল রাখবেন যে আপনি যদি আগে .blurb#work_000 এর মত সিলেক্টর ব্যবহার করে কর্ম লুকিয়ে থাকেন, তাহলে এটা কাজ করতে থাকবে, কিন্তু ভবিষ্যতে সেটা বুকমার্ক তালিকা এবং খোঁজার ফলাফলে নিজে থেকে চলে যাবে না।)

আমরা দুঃখিত যে এটি ফলপ্রসূ করতে পূর্বানুমানের চেয়ে বেশি সময় লাগছে। আমরা আশা করছি যে এই প্রতিবেদনে তার কারণ সম্বন্ধে আপনাদের অবহিত করা গেছে।

আমাদের বিনীত অনুরোধ, আপনারা সকলেই একটু ধৈর্য রাখুন যতদিন না আমরা সবকিছু ঠিক করতে পারছি। আপনাদের উৎসাহজনক, সুন্দর কথায় আমরা অভিভূত; বিশেষত এই বিগত বছরে। প্রতিটা টুইট আর কমেন্টের উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না, কিন্তু আপনাদের সমর্থনে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ !