Post Header
১০তম বর্ষে আন্তর্জাতিক অনুরাগী-কর্ম দিবস উদযাপনের অংশ হিসাবে, আমরা জানতে আগ্রহী যে আপনারা কতজন অনুরাগী-কর্ম খুঁজছেন এবং বিভিন্ন ধরণের অনুরাগী-কর্ম তৈরি করছেন৷ গত সেপ্টেম্বরে আমাদের ১৬তম বার্ষিকীতে যে সমীক্ষা চালিয়েছিলাম তাতে আমরা দুর্দান্ত প্রতিক্রিয়া পেয়েছি এবং আশা করি আপনারা অনেকেই এইটাতেও অংশগ্রহণ করতে চাইবেন।
এই সমীক্ষা ১২টি নির্বাচন বাক্স বা একাধিক পছন্দের প্রশ্ন জিজ্ঞাসা করে এবং কোনও ব্যক্তিগত তথ্য জিজ্ঞাসা করে না। আমরা অনুরোধ করছি যে শুধুমাত্র ১৮ বা তার বেশি বয়সীরাই এই সমীক্ষাতে
অংশ নেবেন৷
IFD-এর ১০ম বর্ষকে সম্মান জানাতে, সমীক্ষাটি ১০ দিনের জন্য খোলা থাকবে (ফেব্রুয়ারি ১৯ ২৩:৫৯ ইউটিসি-তে পর্যন্ত)৷ আমরা মার্চ মাসে একটি পাবলিক রিপোর্টে সমীক্ষার ফলাফল প্রকাশ করব।
আমরা আশা করি এই সমীক্ষায় অংশগ্রহণ করলে তা আপনার আকর্ষণীয় বলে মনে হবে! আমাদের সাহায্য করতে এই পোস্টের লিঙ্ক ভাগ করে নিয়ে এই সমীক্ষার সম্বন্ধে সবাইকে জানান আর আপনার অনুরাগী-দুনিয়াগুলো যেখানে আছে সেই সব স্থানে #IFD2024 ট্যাগ ব্যবহার করুন!
OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।
