AO3 News

Post Header

Published:
2024-02-11 17:00:31 UTC
Original:
Welcome to Feedback Fest 2024
Tags:

ফিডব্যাক ফেষ্ট বাক্য বাবল বহু ভাষায় ফিডব্যাক বাক্য সহিত

আপনাকে আন্তর্জাতিক অনুরাগী-কর্ম দিবসের ফিডব্যাক ফেষ্ট-এ স্বাগত জানাই! যেহেতু এটি ১০তম বার্ষিকী, আমরা এটিকে এই কার্যকলাপের অংশ করে তুলছি!

অংশগ্রহণ করতে:

এখানে কমেন্ট করে ১০টা অনুরাগী শিল্পকর্ম মনোনীত করে, আপনি কেন ভালবাসেন আর অন্যদের কেন দেখতে বলবেন লিখুন। আপনি আপনার রিকমেন্ডেশন পোস্ট-এ লিন্ক করতে পারেন অথবা #FeedbackFest ট্যাগ করতে পারেন যাতে অন্যরা খুঁজে পেতে পারে। ভক্তসমাজ, সংবাদবাহী পত্র, সংগ্রহশালা, এবং অন্য সম্পদও অনুরাগী শিল্পকর্ম, তাই অনেক সম্ভাবনা আছে কিছ রিকমেন্ড করার!

যারা এই কর্মগুলো দেখছেন, অনুগ্রহ করে মন্তব্য, বাহবা, কুদস, বা অন্য প্রতিক্রিয়া দিয়ে সৃষ্টিকর্তাদের আপনার স্নেহ জানাতে ভুলবেন না। শুরু হোক ভক্তকেন্দ্রিক উদযাপন!


OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।