Post Header
বিগত এক বছর ধরে OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র অর্থ বিষয়ক সমিতি তাদের কাজ অব্যাহত রেখে নিশ্চিত করেছে যে সংস্থার সমস্ত টাকার রসিদ (বিল) পরিশোধ করা হয়েছে, কর জমা দেওয়া হয়েছে, এবং হিসাব-রক্ষণ (অ্যাকাউন্টিং) প্রক্রিয়াগুলি পূরণ হয়েছে। অর্থ বিষয়ক সমিতি হিসাব-রক্ষণের প্রক্রিয়াতে কিছু পরিবর্তন এনেছে যাতে OTW -র আর্থিক ক্রিয়াকর্ম আরো ভালোভাবে প্রদর্শন করা যায়। ২০২৪ সালের আর্থিক বিবৃতি বর্তমানে তৈরি হচ্ছে!
এছাড়াও, অর্থ বিষয়ক সমিতি ২০২৩ সালের আর্থিক প্রয়োজন মেটানোর কাজটা মন দিয়ে করে চলেছে এবং এই বছরের বাজেট আপনার কাছে উপস্থাপন করতে পেরে আনন্দিত হয়েছে (আরো তথ্যের জন্য ২০২৪ সালের বাজেট স্প্রেডশীট দেখুন):
২০২৪ সালের খরচ
Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)
- ২৯শে ফেব্রুয়ারি, ২০২৪ অবধি মোট মার্কিন$৩৬,৩২৩.৭৫ এর মধ্যে মার্কিন$৩১৭,৩৮৮.৩৭ খরচ হয়েছে।
- OTW-র ৪৭.১% খরচ হয় AO3 রক্ষণাবেক্ষণের জন্য। এর মধ্যে আছে আমাদের সার্ভারের জন্যে বেশিরভাগ খরচ—নতুন কেনা আর চলতে থাকা দুই-ই, এবং তাদের রক্ষণাবেক্ষণ—ওয়েব্সাইটের কর্মক্ষমতা পর্যবেক্ষণের সরঞ্জাম, নানাবিধ সিস্টেম-সম্বন্ধীয় লাইসেন্স, এবং নিম্নলিখিত খরচগুলি (প্রকল্পের সমস্ত খরচ দেখুন)।
- এ বছরের AO3-র পরিকল্পিত খরচের মধ্যে অন্তর্ভুক্ত আছে নতুন সার্ভার কিনতে মার্কিন$ ১২০,০০০ এবং তার সাথেই সার্ভার ক্ষমতার পরিমিত বৃদ্ধির জন্যে যন্ত্রপাতি কিনতে মার্কিন$ ২০,০০০.০০, যাতে সারা বছরের প্রত্যাশিত সাইট ট্রাফিক বৃদ্ধি সামলানো যায়।
ফ্যান্লোর
- ২৯শে ফেব্রুয়ারি, ২০২৪ অবধি মোট মার্কিন$ ১৮,২৪৯.৯৩-এর মধ্যে মার্কিন$ ১,৬০৩.১১ খরচ হয়েছে।
- ফ্যান্লোর-এর খরচের মধ্যে আছে বরাদ্দ সার্ভার হার্ডওয়্যার, রক্ষণাবেক্ষণ ও বিন্যাসের খরচ এবং, তার সাথেই, নতুন ব্যবহার শুরু করা বিভিন্ন OTW-র কর্মক্ষমতা বাড়ানোর যন্ত্রের বরাদ্দ ভাগ (প্রকল্পের সমস্ত খরচ দেখুন)।
Transformative Works and Cultures – TWC (রূপান্তরাত্মক কর্ম ও সংস্কৃতি)
- ২৯শে ফেব্রুয়ারি, ২০২৪ অবধি মোট মার্কিন$৪,২২০.৮০ এর মধ্যে মার্কিন$ ৩১8.০০ খরচ হয়েছে।
- TWC-এর খরচগুলো হল তার পত্রিকার (জার্নাল) ওয়েবসাইট হোস্টিং, পত্রিকা প্রকাশনা ও সংরক্ষণের খরচ এবং, তার সাথেই, নতুন ব্যবহার শুরু করা OTW-র কর্মক্ষমতা বাড়ানোর যন্ত্রের বরাদ্দ ভাগ (প্রকল্পের সমস্ত খরচ দেখুন)।
উপরন্তু, আমস্টারডাম বিশ্ববিদ্যালয় TWC-কে €১,০০০ (মার্কিন$১,০৬১) দান করেছে, যেটি ফ্যানস অফ কালার রিসার্চ পুরস্কার এর অর্থের যোগান দিতে ব্যবহার করা হবে।
Open Doors (মুক্ত দ্বার)
- ২৯শে ফেব্রুয়ারি, ২০২৪ অবধি মোট মার্কিন$১০,৬১৮.৩৫ এর মধ্যে মার্কিন$ ১,৮১৪.১০ খরচ হয়েছে।
- মুক্ত দ্বারের খরচগুলোর মধ্যে আছে ইমপোর্ট করা অনুরাগীকর্ম সংরক্ষণাগারগুলির হোস্টিং, সংরক্ষণ (ব্যাকআপ) ও ডোম্যেন-এর খরচ, এবং, তার সাথেই, নতুন ব্যবহার শুরু করা OTW-র কর্মক্ষমতা বাড়ানোর যন্ত্রের বরাদ্দ ভাগ (প্রকল্পের সমস্ত খরচ দেখুন)।
Legal Advocacy (আইনি সাহায্য)
- ২৯শে ফেব্রুয়ারি, ২০২৪ অবধি মোট মার্কিন$২,৯৪৭.২০ এর মধ্যে মার্কিন$ ০০.০০ খরচ হয়েছে।
- আইনি সাহায্যের খরচের মধ্যে আছে বিভিন্ন কনফারেন্স এবং শুনানির জন্যে অর্থব্যয়(ফি), আর প্রয়োজন হলে আইনি দাখিল করার জন্য আলাদা করে রাখা অর্থ, এবং, তার সাথেই, নতুন ব্যবহার শুরু করা OTW-র কর্মক্ষমতা বাড়ানোর যন্ত্রের বরাদ্দ ভাগ (প্রকল্পের সমস্ত খরচ দেখুন)।
Fundraising and Development (অর্থসংগ্রহ এবং উন্নয়ন)
- ২৯ শে ফেব্রুয়ারি,২০২৪ অবধি মোট মার্কিন$১৫৯,৩৫৭.৭৪-র মধ্যে মার্কিন$২০,৫৭৩.৬২ খরচ হয়েছে।
- আমাদের অর্থসংগ্রহ এবং উন্নয়নের খরচে ধরা আছে প্রতিটি দানের জন্য তৃতীয়-পক্ষ প্রদত্ত অর্থ প্রসেসরের (পেমেন্ট প্রসেসর) নেওয়া লেনদেন-করানোর মূল্য (ট্রানসাকশান ফি), ধন্যবাদজ্ঞাপক উপহার কেনা ও পাঠানো, বিভিন্ন অনুরাগী সম্মেলনে স্বেচ্ছাসেবকদের প্রচারমূলক কাজ, আর OTW-র সদস্যপদের ডাটাবেস্ ধরে রাখতে ও দাতা এবং সম্ভাব্য দাতাদের সাথে যোগাযোগ করার জন্য ব্যবহৃত যন্ত্রের জন্যে এবং, তার সাথেই, নতুন ব্যবহার শুরু করা OTW-র কর্মক্ষমতা বাড়ানোর যন্ত্রের বরাদ্দ ভাগ (প্রকল্পের সমস্ত খরচ দেখুন)।
Administration (প্রশাসন)
- ২৯শে ফেব্রুয়ারি, ২০২৪ অবধি মোট মার্কিন$১৬১,৮৩১.৪৭-র মধ্যে মার্কিন$৩৯,৯৭৬.৩৫ খরচ হয়েছে।
- OTW-র প্রশাসনিক খরচের মধ্যে অন্তর্ভুক্ত আমাদের ওয়েবসাইটে হোস্ট করা, ট্রেডমার্ক, ডোমেন, বিমা, কর দাখিল, বার্ষিক আর্থিক বিবৃতি নিরীক্ষণ, যোগাযোগ, পরিচালন, এনক্রিপ্টেড ডকুমেন্ট স্টোরেজ, এবং হিসেবরক্ষণের সরঞ্জাম (প্রকল্পের সমস্ত খরচ দেখুন)।
২০২4 সালের আয় (রেভেনিউ)
- OTW সম্পূর্ণভাবে আপনার দানের উপর নির্ভরশীল—আপনার ঔদার্যের জন্য ধন্যবাদ!
- প্রতি বছর আমরা এপ্রিল ও অক্টোবরের অর্থসংগ্রহ অভিযান থেকে আমাদের বেশিরভাগ দান গ্রহণ করি, যা একসাথে ২০২৪ সালে আমাদের মোট আয়ের ২২.৪%-র মত হবে। আমরা নিয়োগকর্তাদের সম-মূল্যদান প্রকল্প, রয়্যালটি, এবং পেপ্যাল গিভিং ফান্ড, যা হাম্বেল বান্ডেল এবং ইবে ফর চ্যারিটি-র মতো প্রকল্পের থেকে দান বিতরণ করে, এগুলোর থেকেও দান গ্রহণ করি। আপনি ওই ওয়েবসাইটগুলি থেকে কেনাকাটা করার সময় আমাদের সাহায্য করতে চাইলে, দয়া করে আপনার পছন্দের দাতব্য সংস্থা হিসেবে "Organization for Transformative Works"-কে বাছুন!
- আগের বছরগুলোতে আপনাদের ঔদার্যের কারণে, আমাদের একটা মোটা অঙ্কের টাকা বাঁচিয়ে রাখা আছে, যা দিয়ে আমরা সাধারণের থেকে বড় কোনো ক্রয় করতে পারি, বা কোনো আইনি ঝামেলা হলে কাজে লাগাতে পারি। যেমনটা আগে বলা হয়েছে, আমরা AO3-র সার্ভার আপগ্রেড করে যেতে চাই, যার ফলে সার্ভার যন্ত্র এবং সার্ভার রক্ষণাবেক্ষণের খরচ বেশ খানিকটা বেড়ে যায়। AO3 এবং OTW-র অন্যান্য প্রকল্পগুলোর বৃদ্ধি আরো অনেক স্বেচ্ছাসেবক এবং প্রশাসনিক সহায়তার প্রয়োজনীয়তাও তৈরি করে। বাজেট স্প্রেডশীটে দেখা যাচ্ছে যে এ বছর প্রাপ্ত আয়ের থেকে ব্যয় বেশি হওয়ায় জমানো অর্থ থেকে প্রায় মার্কিন $২৩০,০০০.০০ তুলতে হবে। বছরভর যেমন দরকার পড়বে, সেই অনুযায়ী এই অর্থ তোলা যেতে পারে।
- এখন পর্যন্ত মোট মার্কিন$ ৭৮,০৬৬.৪৩ (২৯ ফেব্রুয়ারি,২০২৪ অবধি) আর বছর শেষ হওয়ার সময়ের মধ্যে মার্কিন$৪৪৮,৩২০.০০ প্রাপ্ত হবে অনুমান করা হয়েছে।
প্রশ্ন আছে?
আপনার যদি বাজেট্ বা OTW-র আর্থিক বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে, অনুগ্রহ করে অর্থ বিষয়ক সমিতির সঙ্গে যোগাযোগ করুন। আমরা যত শীঘ্র সম্ভব আপনার সাথে যোগাযোগ করে নেব।
OTW-র ২০২৪ সালের বাজেট্ স্প্রেডশীট হিসাবে ডাউন্লোড করার জন্যে, এই সংযোগটি (লিঙ্কটি) অনুসরণ করুন।
OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা ইত্যাদি একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক পরিচালিত, অনুরাগী দ্বারা চালিত, সম্পূর্ণভাবে অর্থদান সাহায্যে কার্যচালনা করা সংস্থা। আমাদের সম্বন্ধে আরো তথ্য পাবেন OTW-র ওয়েবসাইটে। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটি অনুবাদ করেছে, তাদের সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।