AO3 News

Post Header

Published:
2023-08-20 15:12:39 UTC
Original:
Adding Works to Open Doors Collections
Tags:

নজরে মুক্ত দ্বারে শিরোনাম

OTW(রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র Open Doors (মুক্ত দ্বার) প্রকল্প এর প্রধান কাজ হল বিপন্ন অনুরাগীকর্ম সংগ্রহশালাকে আমদানি করে Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) সংগ্রহশালায় আনা।

এই কাজের এক অংশ হচ্ছে আগে থেকেই পোস্ট করা কর্মগুলিকে খোঁজা, যাতে একই কর্ম বারংবার আমদানি না করা হয়। এতদিন, সংরক্ষকের অ্যাকাউন্টটি এরপর সেই কর্মটিকে সংগ্রহশালার সংকলনে আমন্ত্রন করতেন, আর আমন্ত্রণ প্রত্যাখ্যান করা হলে কর্মটিকে বুকমার্ক করা হতো।

কিছুদিন আগের সংকলনে - নিমন্ত্রণ প্রক্রিয়ার বদলের ফলে, সংরক্ষকরা এখন স্বয়ংক্রিয়ভাবে খুঁজে পাওয়া কর্মকে সংগ্রহশালার সংকলনে যোগ করতে পারবেন।

এইটা শুধু যে কর্মগুলি আমদানি করা কোন সংকলনে আগে থেকেই আছে, এবং সংরক্ষণাগারে নিয়ে আসা সংগ্রহের মধ্যে আছে, শুধুমাত্র
সেগুলির উপরেই প্রযোজ্য হবে। তাদের কর্ম যোগ করা হলে স্রষ্টারা ইমেল পাবেন এবং তারা ইচ্ছে মত সংকলন থেকে যে কোনো সময় নিজের কাজ সরাতে পারবেন।

প্রত্যেক আমদানির সময় আমরা তাদের পছন্দ জিজ্ঞাসা করতে স্রষ্টাদের যোগাযোগ করার চেষ্টা করি। কিন্তু যদি আপনি না চান যে আপনার কোনও কাজ AO3তে আমদানি করা হোক, দয়া করে মুক্ত দ্বার সমিতির সঙ্গে যোগাযোগ করুন

 

আরও প্রশ্ন থাকলে, অনুগ্রহ করে মুক্ত দ্বার প্র-জি-প্র দেখুন, বা মুক্ত দ্বার সমিতির সঙ্গে যোগাযোগ করুন

আরো অনেক বিপন্ন অনুরাগীকর্ম সংগ্রহশালাকে সংরক্ষণ করার জন্যে আমরা উন্মুখ!

- মুক্ত দ্বার সমিতি

 

এই পোস্টে মন্তব্য করা 14 দিনের মধ্যে নিষ্ক্রিয় করা হবে। সেই তারিখের পরে এই পোস্ট সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন, উদ্বেগ, বা মন্তব্য থাকে, অনুগ্রহ করে মুক্ত দ্বারের সাথে যোগাযোগ করুন


OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।