AO3 News

Post Header

Published:
2023-10-09 15:18:42 UTC
Original:
Open Doors Announces New Import of Fanzine Works
Tags:

নজর মুক্ত দ্বারে

গত বছর OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র মুক্ত দ্বার সমিতি তার Fan Culture Preservation Project (অনুরাগী সংস্কৃ্তি সংরক্ষণ প্রকল্প)-তে কয়েকটি পরিবর্তন ঘোষণা করেছিল, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল AO3 Fanzine Scan Hosting Project – FSHP (AO3 ফ্যানজাইন স্ক্যান সংরক্ষণ প্রকল্প)।

FSHP হল অনুরাগী-চালিত সংরক্ষণ প্রকল্প Zinedom (জাইনডম)-এর সঙ্গে সহযোগিতায় একটি প্রকল্প, যার দ্বারা ফ্যানজাইন বা অনুরাগী ম্যাগাজিনে ছাপানো অনুরাগীকর্ম ও অনুরাগীচিত্র Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-তে নিয়ে এসে সংরক্ষণ করা হবে। অনুরাগীকর্মগুলি AO3-তে আনা হবে তাদের স্রষ্টাদের, বা যে ফ্যানজাইনে সেগুলি ছাপানো হয়েছিল, তার প্রকাশকের সম্মতি দ্বারা।

FSHP প্রকল্পটি শুরুর থেকে, মুক্ত দ্বার প্রকল্পটির কর্মপ্রবাহ সুসংগঠিত করার জন্যে কাজ এবং অনুরাগী ম্যাগাজিনের কর্মগুলির ওপর পরীক্ষা চালিয়ে যাচ্ছে। যদিও মুক্ত দ্বার এখনো কোন ফ্যানজাইনকে সম্পূর্ণভাবে আনার জন্যে কোন প্রকাশকের সঙ্গে কাজ শুরু করেনি, মুক্ত দ্বারের স্বেচ্ছাসেবকরা স্ক্যান করা, প্রতিলিপি তৈরি, ও যেসব স্রষ্টারা আগেই তাদের কর্ম আমদানির জন্যে জাইনডমকে অনুমতি দিয়েছেন, সেই কর্মগুলি AO3-তে নিয়ে আসার কাজ নিয়ে ব্যস্ত আছেন।

আজ, মুক্ত দ্বার আনন্দের সঙ্গে ঘোষণা করছে FSHP প্রকল্প দ্বারা নিয়ে আসা অনুরাগীকর্ম রাখার জন্যে তৈরি সংকলনগুলির একটি তালিকা। প্রত্যেকটি ফ্যানজাইন যার থেকে এক বা একাধিক অনুরাগীকর্ম আনা হয়েছে, সেই প্রত্যেক ফ্যানজাইনগুলির জন্যে আলাদা আলাদা সংকলন তৈরি করা হয়েছে। কিন্তু, সেই সংকলনগুলির মধ্যে প্রত্যেক নির্দিষ্ট ফ্যানজাইনের সমস্ত কর্ম নাও থাকতে পারে। এই সংকলনগুলির অনেকগুলিতে শুধুমাত্র একটি কর্মও আছে, কারণ সেগুলির ক্ষেত্রে মুক্ত দ্বার শুধুমাত্র সেই কর্মটি আনার জন্যেই সম্মতি পেয়েছে। পূর্ণ স্বচ্ছতার জন্যে, মুক্ত দ্বার ঠিক করেছে যে এই সংকলনগুলি তৈরির ঘোষণার সময়ে তারা এটাও জানিয়ে রাখবেন যে ভবিষ্যতে আরো স্রষ্টার থেকে অনুমতি পেলে সংকলনটিতে আরো অনুরাগীকর্ম যোগ হবে।

সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত মুক্ত দ্বার অনুরাগী কর্মগুলি যেসব ফ্যানজাইন থেকে নিয়ে এসেছে, সেগুলির জন্যে নিম্নলিখিত সংকলনগুলি তৈরি করেছে:

প্রায়শই জিজ্ঞাস্য প্রশ্নের উত্তরের জন্যে, এই বিষয়টি নিয়ে আগের প্রকাশনাগুলি দেখুন। আপনি যদি কোন ফ্যানজাইনে আপনার কোন পূর্ব প্রকাশিত কর্ম মুক্ত দ্বার সমিতিকে নিয়ে আসার জন্যে আপনার অনুমতি দিতে চান, বা আপনার যদি FSHP সংক্রান্ত আর কোন প্রশ্ন থাকে, তাহলে আমরা আপনাকে অনুরোধ করবো মুক্ত দ্বার সমিতির সঙ্গে যোগাযোগ করতে

অনুরাগীরা যদি ফ্যানলোরে কোন ফ্যানজাইনের গল্পটি, যাতে তার হয়তো বা কর্ম প্রকাশও করেছে, তা বাঁচিয়ে রাখতে সাহায্য আমাদের করতে পারেন, তাহলেও আমরা খুব খুশি হব। আপনি যদি উইকি এডিটিং এর কাজে নতুন এসে থাকেন, চিন্তা করবেন না! নতুন আগন্তুকদের পাতা দেখুন, বা ফ্যানলোর গার্ডেনার্স-দের শিখিয়ে দিতে অনুরোধ করুন।

ভবিষ্যত প্রজন্মের জন্য অনুরাগীসমাজ সংক্রান্ত ইতিহাস সংরক্ষণে আপনার আগ্রহের জন্য ধন্যবাদ!

- মুক্ত দ্বার দল


OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।