Post Header
গত কয়েক সপ্তাহ ধরে, Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)কে অস্বাভাবিক রকমের বেশি স্প্যাম কর্ম সামলাতে হচ্ছে যেগুলো বিভিন্ন খেলার লাইভ সম্প্রচার বিজ্ঞাপিত করতে তৈরি করা। আমরা এইসব স্প্যাম কর্ম সামলাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি, আর পরবর্তী কয়েক দিনের মধ্যে আরেকটি নেব: আমাদের স্প্যাম সনাক্তকরণ পরিষেবা যে কর্মটাকে স্প্যাম বলে মনে করবে তা স্বয়ংক্রিয়ভাবে লুকিয়ে ফেলা।
আমরা পর্দার অন্তরালে এই স্প্যাম সনাক্তকরণ যন্ত্রটাকে বেশ খানিকটা সময় ধরে ব্যবহার করে চলেছি, আর এটার AO3তে স্প্যাম কর্ম এবং মন্তব্য সঠিকভাবে চিহ্নিতকরণের সম্ভাবনা ৯৯.৩%। তার মানে কিছু স্প্যাম নয় এমন কর্ম স্প্যাম হিসেবে ভুলভাবে চিহ্নিত হওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা থেকে যাচ্ছে।
আপনার কর্ম যদি স্প্যাম হিসেবে চিহ্নিত হয়, আমরা আপনাকে জানাতে একটা ই-মেল পাঠাবো। আমাদের অপব্যবহার নিয়ন্ত্রণ বিভাগ যত তাড়াতাড়ি সম্ভব আপনার কর্ম পর্যালোচনা করে দেখবে আর সেটা স্প্যাম বিজ্ঞাপন না হলে আবার প্রকাশ করবে। স্প্যাম সারিতে থাকাকালীন কর্মগুলোকে অন্যান্য পরিষেবা প্রাপ্তির নিয়মাবলি লঙ্ঘনের জন্য পর্যালোচনা করা হবে না।
কোনো ব্যবহারকারীর কর্ম যদি ভুল করে স্প্যাম হিসেবে চিহ্নিত হয়ে গিয়ে থাকে এবং যত জন বর্তমানে তাদের আমন্ত্রণের অনুরোধ আমাদের পর্যালোচনা করে পুরণ করার জন্য অপেক্ষা করছেন প্রত্যেকের কাছে আমরা দুঃখপ্রকাশ করছি। আমরা বুঝতে পারছি যে এই অবস্থাটা হতাশাজনক, কিন্ত আমাদের সব ব্যবহারকারীকে একটা স্প্যাম-বিহীন অভিজ্ঞতা পৌছে দেওয়ার জন্য এই পদক্ষেপগুলো প্রয়োজনীয়।
ধৈর্য-সহকারে আমাদের পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ, আর আমাদের জালে ধরা না পড়া কোনো স্প্যাম যদি আপনি দেখেন, তা দয়া করে অপব্যবহার নিবারণ বিভাগকে জানান!
